Citizen's Commemoration Meeting for late Professor Khan Sarwar Murshid (Bangla)

অধ্যাপক খান সারওয়ার মুরশিদ স্মরণে নাগরিক সভা

ঢাকা, ডিসেম্বর ৩০, ২০১২: সম্প্রতি প্রয়াত বরেণ্য শিক্ষাবিদ, লেখক, গবেষক, সমাজকর্মী ও কূটনীতিক অধ্যাপক খান সারওয়ার মুরশিদ স্মরণে ৩১ ডিসেম্বর ২০১২, সোমবার, বিকাল ৪টায় বাংলা একাডেমী, নাগরিক উদ্যোগ, ব্রতী, আলোকিত নগরী এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে এক নাগরিক সভার আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজকর্মী, সাংবাদিক এবং অধ্যাপক খান সারওয়ার মুরশিদ এর পরিবারের সদস্য ও শুভাকাক্সক্ষীবৃন্দ। আয়োজক সংগঠনের পক্ষ থেকে স্মরণ সভায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক মুরশিদ ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত টিআইবি’র ট্রাস্টি বোর্ডের একজন সম্মানিত সদস্য ছিলেন।

Media Contact


Press Release