মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ে টিআইবি’র সন্তোষ প্রকাশ
রায় কার্যকর ও অবশিষ্ট অভিযুক্তদের বিচার সম্পন্ন করার জোর দাবি
ঢাকা, ২২ জানুয়ারি ২০১৩: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কর্তৃক গতকাল মানবতাবিরোধী অপরাধের মামলায় বাচ্চু রাজাকার নামে পরিচিত আবুল কালাম আযাদের ফাঁসির আদেশে সন্তোষ প্রকাশ করে রাজনৈতিক বা অন্য কোন চাপ বা প্রভাবের ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত অন্য সকলের বিচার সম্পন্ন করার জন্য জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকের রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও যুদ্ধাপরাধী কর্তৃক নির্যাতিত মানবতার প্রতি বিনম্র শ্রদ্ধায় ঋণ পরিশোধের জন্য দীর্ঘ ৪১ বৎসরের লালিত স্বপ্ন পূরণের এই সম্ভাবনার ক্ষণে আমরা অনুপ্রাণিত।”
“মানবতাবিরোধী জঘন্যতম অপরাধীদের নির্লজ্জভাবে আইনের ঊর্ধ্বে থাকার অপচেষ্টার কালিমা থেকে উত্তরণের ক্ষেত্রে এই রায়কে কার্যকর করতে অবিলম্বে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।” অন্যদিকে বাচ্চু রাজাকারের পালিয়ে যাবার পেছনে যদি কোন মহলের ষড়যন্ত্র থেকে থাকে তাহলে দায়িত্বে অবহেলার পাশাপাশি তাদেরকেও যুদ্ধাপরাধের সম্ভাব্য সহযোগী হিসেবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে টিআইবি।
তিনি আরো বলেন, “আইন ও বিচারের ঊর্ধ্বে থাকার সকল প্রকার ষড়যন্ত্র ও প্রচেষ্টাকে চ্যালেঞ্জের যে প্রক্রিয়া এই রায়ের মাধ্যমে শুরু হল তার সফল পরিণতির জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত অন্য সকলের বিচার সম্পন্ন করার জন্য টিআইবি জোর দাবি জানাচ্ছে।”
“অন্যদিকে আমরা মনে করি,এ রায়ের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনসহ সকল অপরাধীর বিচারহীনতার সুযোগ চিরতরে দূরীভূত করার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হল।”