প্রকাশকাল: ১৬ আগস্ট ২০২৩
“সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ” ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এর একটি অন্যতম প্রধান গবেষণা কার্যক্রম। ১৯৯৭ সাল থেকে টিআইবি এই জরিপ ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। এই জরিপের মূল উদ্দেশ্য বাংলাদেশের খানাগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাখাতে দুর্নীতির প্রকৃতি ও মাত্রা নিরূপণ করা এবং জরিপের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দিক-নির্দেশনামূলক সুপারিশ প্রদান করা। ২০২১ সালের জরিপে অন্তর্ভুক্ত খানাগুলো ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন সেবাখাতে সেবা গ্রহণের সময় যেসব দুর্নীতি ও হয়রানির সম্মুখীন হয়েছে, তার ওপর তথ্য সংগ্রহ করা হয়। জরিপ প্রতিবেদনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ মোট ১৭টি খাতের ওপর বিশেষণধর্মী ফলাফল উপস্থাপন করা হয়, যা ৩১ আগস্ট ২০২২ তারিখে প্রকাশিত হয় এবং সংশিষ্ট কর্তৃপক্ষসহ অংশীজনের নিকট প্রেরণ করা হয়।
সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ও স্থানীয় পর্যায়ে জনগণের মৌলিক সেবা প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। স্থানীয় সরকার বিভাগের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে সামগ্রিক কর্মকান্ডে গুণগত উৎকর্ষ সাধন, স্বচ্ছতা, জবাবদিহি ও সেবা প্রদানে গতিশীলতা বৃদ্ধি পাওয়ার কথা বলা হলেও “সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২১”-এ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হতে বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসে।
উপরোক্ত গবেষণার ওপর ভিত্তি করে এই পলিসি ব্রিফ তৈরি করা হয়েছে।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন