প্রকাশকাল: ০৭ জুলাই ২০২৩
“সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ” টিআইবির একটি অন্যতম প্রধান গবেষণা কার্যক্রম। ১৯৯৭ সাল থেকে টিআইবি এই জরিপ ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। এই জরিপের মূল উদ্দেশ্য বাংলাদেশের খানাগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাখাতে দুর্নীতির প্রকৃতি ও মাত্রা নিরূপণ করা এবং জরিপের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দিক-নির্দেশনামূলক সুপারিশ প্রদান করা। ২০২১ সালের জরিপে অন্তর্ভুক্ত খানাগুলো ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন সেবাখাতে সেবা গ্রহণের সময় যেসব দুর্নীতি ও হয়রানির সম্মুখীন হয়েছে, তার ওপর তথ্য সংগ্রহ করা হয়। জরিপে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ (বিআরটিএ) মোট ১৭টি খাতের ওপর বিশ্লেষণধর্মী ফলাফল উপস্থাপন করা হয়, যা ৩১ আগস্ট ২০২২ তারিখে প্রকাশিত হয় এবং সংশিষ্ট সকল অংশীজনের নিকট প্রেরণ করা হয়। পূর্ণাঙ্গ প্রতিবেদনটি টিআইবির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশে সুষ্ঠু সড়ক পরিবহন ব্যবস্থাপনা, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বিআরটিএ। বিআরটিএ’র উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু, মোটরযান রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ ও রুট পার্মিট ইস্যু, রাইডশেয়ারিং এনলিস্টমেন্ট সনদ ইস্যু ইত্যাদি যা সরাসরি সড়ক নিরাপত্তার সাথে সম্পর্কিত। বিআরটিএ’র বার্ষিক প্রতিবেদনে ২ সুশাসন প্রতিষ্ঠা, জনগণের হয়রানি হ্রাস, গ্রাহক সেবা নিশ্চিতকরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনার কথা বলা হলেও “সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২১”-এ বিআরটিএ হতে বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে।
উপরোক্ত গবেষণার ওপর ভিত্তি করে এই পলিসি ব্রিফ তৈরি করা হয়েছে।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন