Good Governance in Judicial Services: Reality and Recommendations

প্রকাশকাল: ০১ জুন ২০২৩

আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত এবং বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য দেশে বিভিন্ন পর্যায়ের আদালত (উচ্চ আদালত, অধস্তন আদালত, ট্রাইবুনাল ইত্যাদি) বিদ্যমান। বিভিন্ন বিষয়ে বিরোধ বা অপরাধের প্রেক্ষিতে দায়েরকৃত মামলা পরিচালনা ও ন্যায়বিচার পাওয়ার জন্য দেশের জনগণকে এই আদালতগুলোতে এবং মামলা পরিচালনার সাথে সংশিষ্ট তথা আইনি সেবা প্রদানকারী ব্যক্তিদের কাছে যেতে হয়।

জরিপে অংশ নেওয়া খানার মধ্যে যে-সব খানার ন্যূনতম একজন সদস্য ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে বিচারিক সেবা গ্রহণ করেছে, তাদের মধ্যে ৫৬.৮ শতাংশ কোনো না কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে। বিচারিক সেবাগ্রহণকারী খানাগুলোর মধ্যে ২৩.৭ শতাংশ খানা গড়ে ১৯ হাজার ৯৬ টাকা ঘুষ দিয়েছে।

উপরোক্ত গবেষণার ওপর ভিত্তি করে এই পলিসি ব্রিফ তৈরি করা হয়েছে।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন