Policy Brief on Governance Challenges of the Department of Environment and Way Forward

প্রকাশকাল: ০৬ জানুয়ারি ২০২২

পরিবেশ উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ পরিবেশ সংক্রান্ত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশ সরকারের মুখ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ রক্ষা এবং দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের ওপর অর্পিত দায়িত্ব পালনে সক্ষমতা ও কার্যকরতার বিভিন্ন দিক সুশাসনের দিক থেকে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি ‘পরিবেশ অধিদপ্তরে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’শীর্ষক একটি গবেষণা পরিচালনা করে যা ২০২২ সালের ৫ জানুয়ারি প্রকাশ করা হয়। এ গবেষণার প্রধান উদ্দেশ্য ছিল পরিবেশ অধিদপ্তরে সুশাসনের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং এসব চ্যালেঞ্জ হতে উত্তরণে সুপারিশ প্রস্তাব করা। এই পলিসি ব্রিফ উপরোক্ত গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে প্রণীত। পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।