Policy brief on Mosquito Control in Dhaka City: Governance Challenges and Way Forward
Published:
18 April 2021
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে কিউলেক্স মশার পরিমাণ স্বাভাবিকের তুলনায় চারগুণ বৃদ্ধির তথ্য পাওয়া গিয়েছে, যা জনগণের ব্যাপক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে টিআইবি’র পূর্বের গবেষণায় প্রাপ্ত ফলাফলের আলোকে ও বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে এডিস মশাসহ সব ধরনের মশা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ ও এই কার্যক্রমে সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য নিচের সুপারিশগুলো প্রস্তাব করা হচ্ছে।