প্রকাশকাল: ০১ ডিসেম্বর ২০২০
টিআইবি করোনা ভাইরাস মোকাবিলায় প্রাক-সংক্রমণ, প্রস্তুতিমূলক পর্যায়, ও সংক্রমণ শুরুর প্রথম তিন মাসে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসনের চ্যালেঞ্জ চিহ্নিত করার উদ্দেশ্য নিয়ে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে। উক্ত গবেষণায় করোনা ভাইরাস মোকাবিলা কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি লক্ষ করা যায়, যার ফলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রত্যাশিত পর্যায়ে রোধ করা সম্ভব হয় নি এবং চিকিৎসা ব্যবস্থাপনায় সংকট সৃষ্টি হয়। উক্ত গবেষণার ধারাবাহিকতায় করোনা ভাইরাস মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পরবর্তী অগ্রগতি পর্যালোচনা এবং সুশাসনের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করার উদ্দেশ্য নিয়ে টিআইবি দ্বিতীয় দফায় বর্তমান গবেষণা কার্যক্রমটি পরিচালনা করে যা গত ১০ নভেম্বর ২০২০ তারিখে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। গবেষণার পূর্ণাঙ্গ প্রতিবেদন ও অন্যান্য দলিলসমূহ ইতোমধ্যে সংশ্লিষ্ট অংশীজনের কাছে পাঠানো হয়েছে, যা টিআইবি’র ওয়েবসাইটেও পাওয়া যাবে।
দ্বিতীয় পর্বের এই গবেষণায় দেখা যায় যে, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রমে পূর্বের চেয়ে কিছু ক্ষেত্রে উন্নতি হলেও এ সকল কার্যক্রম বাস্তবায়নে সুশাসনের প্রতিটি নির্দেশকের ক্ষেত্রে এখনো ঘাটতি বিদ্যমান। করোনা ভাইরাস মোকাবিলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত উপেক্ষা করে আমলানির্ভর সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা লক্ষ করা গেছে।
এই পলিসি ব্রিফ উপরোক্ত গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে প্রণীত।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।