প্রকাশকাল: ২৯ সেপ্টেম্বর ২০২০
সংসদ সদস্যদের জন্য থোক বরাদ্দের আওতাধীন ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়িত এই প্রকল্পের প্রথম দুইটি পর্যায় ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাস্তবায়িত হয়েছে, এবং তৃতীয় পর্যায় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের প্রথম দুইটি পর্যায়ের কিছু স্কিমে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সরেজমিন পর্যবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ মূল্যায়ন হয় নি।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।