Published: 04 November 2019
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে সরকারের উদ্যোগের সহায়ক হিসেবে বহুমুখী গবেষণা ও গবেষণা ভিত্তিক অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় টিআইবি সম্প্রতি “ভূমি দলিল নিবন্ধন সেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক একটি গবেষণা পরিচালনা করেছে যা ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।
এ গবেষণায় দেখা যায় যে, ভূমি দলিল নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির পাশাপাশি আইনি কাঠামোতে কিছু ক্ষেত্রে অস্পষ্টতা ও স্ববিরোধিতা, আইন প্রয়োগে সীমাবদ্ধতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ঘাটতি, জনবল স্বল্পতা, অপ্রতুল লজিস্টিকস ও আর্থিক বরাদ্দ, দুর্বল অবকাঠামো, ডিজিটাইজেশনের ঘাটতিসহ সুশাসনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ বিদ্যমান। এছাড়া দলিল নিবন্ধনে সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্নভাবে নিয়ম-বহির্ভূত অর্থ আদায় করা হয়। এই আর্থিক দুর্নীতির সাথে বিভিন্ন অংশীজনের পারস্পরিক যোগসাজশ থাকায় অভ্যন্তরীণ জবাবদিহিতা কাঠামো যথাযথভাবে কাজ করে না এবং ভূমি নিবন্ধন সেবার প্রায় প্রতিটি পর্যায়েই অনিয়ম-দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এর পাশাপাশি সেবাগ্রহীতারা সময়ক্ষেপণসহ নানা ধরনের অনিয়ম ও হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে, ভ‚মি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় ভূমি দলিল নিবন্ধন সেবা প্রদানে অধিকতর চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।