Policy Brief on Integrity in Public Administration: Policies and Practices

প্রকাশকাল: ৩১ অক্টোবর ২০১৯

রাষ্ট্র ও সমাজে ন্যায়পরায়ণভিত্তিক একটি ব্যবস্থা তৈরির প্রত্যাশায় ২০১২ সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণীত হয় যেখানে অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ খাত ও প্রতিষ্ঠানের পাশাপাশি জনপ্রশাসনে শুদ্ধাচার চর্চার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০১৯ সালের ২৩ জুন ‘জনপ্রশাসনে শুদ্ধাচার: নীতি ও চর্চা’ শীর্ষক একটি গবেষণা সম্পন্ন করে, যেখানে জনপ্রশাসনে উক্ত কৌশল অনুযায়ী শুদ্ধাচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট নীতি, চর্চা ও চ্যালেঞ্জ বিশ্লেষণপূর্বক উত্তরণে করণীয় সম্পর্কে সুপারিশ প্রণীত হয়েছে।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।