Policy Brief on Good Governance at the Directorate General of Drug Administration: Challenges and Way Forward

Published: 04 February 2019

সরকারের সহায়ক শক্তি হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিষয়ের ওপর সুশাসন সহায়ক গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ওষুধ খাতের প্রশাসনিক ও তদারকি ব্যবস্থাকে অধিকতর উন্নত, টেকসই, দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে ২০১৫ সালের ১৫ জানুয়ারি “ঔষধ প্রশাসন অধিদপ্তরে সুশাসন: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এ গবেষণা প্রতিবেদন প্রকাশের পর নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে বিভিন্ন সময়ে অভিযান জোরদারকরণের পাশাপাশি ঔষধ প্রশাসন অধিদপ্তরের সেবা কার্যক্রমে কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয় যেগুলো অনেকক্ষেত্রেই ২০১৫ সালের উল্লিখিত গবেষণা প্রতিবেদনের সুপারিশমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে এ সকল উদ্যোগ সত্ত্বেও ওষুধ নিয়ন্ত্রণ ও তদারকিতে সুশাসনের ঘাটতি এখনও লক্ষণীয়। উল্লিখিত গবেষণার প্রাপ্ত ফলাফল এবং বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রশাসনিক ও তদারকি ব্যবস্থাকে উন্নত এবং দুর্নীতি ও অনিয়মরোধে এ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য এই পলিসি ব্রিফ উপস্থাপন করা হচ্ছে।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।