প্রকাশকাল: ১২ ডিসেম্বর ২০১৮
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২ আগস্ট ২০১৮-এ ‘বৈদেশিক অর্থায়নে পরিচালিত এনজিও খাত: সুশাসনের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এ গবেষণার তথ্য বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের এনজিও খাতে সাম্প্রতিককালে তথ্য উন্মুক্তকরণ, প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা, এবং সরকার ও অনুদান প্রদানকারী সংস্থার নিকট দায়বদ্ধতাসহ বেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য ও ইতিবাচক চর্চা পরিলক্ষিত হয়েছে। এর পাশাপাশি প্রণীত নীতিমালা ও নির্দেশিকার কার্যকর প্রয়োগের ঘাটতিসহ এনজিও খাতে সংশ্লিষ্ট আইনি ও প্রাতিষ্ঠানিক এবং সার্বিক আর্থসামাজিক প্রেক্ষিতে চলমান নানা চ্যালেঞ্জও চিহ্নিত করেছে এ গবেষণাটি। চিহ্নিত চ্যালেঞ্জ উত্তরণে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য টিআইবি নিম্নলিখিত সুপারিশ উপস্থাপন করছে।