Policy Brief on Shah Amanat International Airport Chittagong: Governance Challenges of Passenger Service activities and Way Forward
Published:
08 April 2018
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। দেশের বৃহত্তম সমুদ্রবন্দর এবং শিল্পসমৃদ্ধ অঞ্চলে এ বিমানবন্দরের অবস্থান। এই বিমানবন্দর অভ্যন্তরীণ রুটসহ মধ্যপ্রাচ্য-দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নয়টি আন্তর্জাতিক রুটের যাত্রীদের সেবা প্রদান করছে। বিশেষত চট্টগ্রাম এবং এর পাশাপাশি কয়েকটি জেলার প্রবাসী যাত্রীরা যাতায়াতের জন্য এ বিমানবন্দরের ওপর নির্ভরশীল। বিমানবন্দরের আশেপাশে তিনটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের অবস্থানের কারণে এ বিমানবন্দরের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি।