Published: 20 January 2018
বাংলাদেশের বিচারিক কাঠামোয় অধস্তন আদালতসমূহ বিচারিক সেবা প্রদানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। দেশের মোট মামলার বেশিরভাগই এই অধস্তন আদালতগুলোতে বিচারাধীন রয়েছে। আদালত ব্যবস্থার কার্যকরতা বৃদ্ধি ও সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার স্বার্থে অধস্তন আদালত ব্যবস্থায় সুশাসনের ঘাটতিসমূহ চিহ্নিত করে সেগুলো দূর করা অত্যন্ত জরুরী। টিআইবি বিচার ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন আদালত ও বিচারিক সেবা খাত নিয়ে গবেষণা এবং তার আলোকে অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সকল কার্যক্রমের ধারাবাহিকতায় এবং অধস্তন আদালত ব্যবস্থায় বিরাজমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও তা থেকে উত্তরণের উপায় অনুসন্ধানের মাধ্যমে এ ব্যবস্থায় সুশাসন নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে টিআইবি “বাংলাদেশের অধস্তন আদালত ব্যবস্থা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক একটি গবেষণা পরিচালনা করেছে। গবেষণা প্রতিবেদনটি ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রকাশ করা হয়। এই গবেষণার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অধস্তন আদালতের সাংবিধানিক দায়িত্ব পালনে পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, স্বাধীনভাবে ও প্রভাবমুক্ত হয়ে ন্যায়বিচার নিশ্চিত করা, জনআস্থা বৃদ্ধি এবং সর্বোপরি আদালত ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচারসহ সুশাসন নিশ্চিতে সহায়ক হিসেবে এই পলিসি ব্রিফ উপস্থাপন করা হল।
পলিসি ব্রিফ এখানে