Policy brief on Problems Related to Refuge Provided in Bangladesh to Forcibly Displaced Myanmar Nationals (Rohingya): An Assessment of Governance Challenges (Bangla)

প্রকাশকাল: ২৬ নভেম্বর ২০১৭

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘ বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) বাংলাদেশে অবস্থানজনিত সমস্যা: সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ক সমীক্ষা’ শীর্ষক একটি প্রতিবেদন গত ০১ নভেম্বর ২০১৭ প্রকাশ করে*। সমীক্ষাটির বিশ্লেষণে বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্যে ত্রাণ, আশ্রয় ও জীবনধারণের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজন কর্তৃক আয়োজিত সহায়তার ব্যবস্থাপনায় সার্বিকভাবে কিছু ইতিবাচক পদক্ষেপের দৃষ্টান্ত দেখা যায়। যেমন: সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত তড়িৎ উদ্যোগ, সার্বিক ব্যবস্থাপনার সমন্বয়ে জেলা প্রশাসনের প্রশংসনীয় ভূমিকা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর থেকে সরাসরি মাঠ পরিদর্শনের মাধ্যমে তদারকি প্রভৃতি। তবে, সামগ্রিকভাবে ত্রাণ, আশ্রয় ও অন্যান্য সহায়তার ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতকরণে বিভিন্ন চ্যালেঞ্জ ও ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। যেমন: রোহিঙ্গাদের বাংলাদেশে দীর্ঘমেয়াদে অবস্থানের ঝুঁকি; জাতীয় উন্নয়ন, বিশেষ করে স্থানীয় জনগোষ্ঠীর ওপর আর্থ-সামাজিক প্রভাব; রোহিঙ্গাদের মধ্যে বিকাশমান ক্ষমতা কাঠামো ও এর সম্ভাব্য সামাজিক, রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি;  সীমান্ত অতিক্রম, মুদ্রা বিনিময় ও আশ্রয় গ্রহণের ক্ষেত্রে রোহিঙ্গাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির শিকার হওয়া; স্বাস্থ্য, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন সহায়তার অপ্রতুলতা ও প্রদত্ত সহায়তার তদারকির ঘাটতি; পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি প্রভৃতি। সমীক্ষায় প্রাপ্ত তথ্যের আলোকে এই প্রতিবেদনের ফলাফল অনুযায়ি চিহ্নিত সুশাসনের চ্যালেঞ্জ এবং চলমান ও সম্ভাব্য ভবিষ্যত ঝুঁকি ও প্রভাব বিবেচনায় টিআইবি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্যে নিম্নলিখিত সুপারিশসমূহ উপস্থাপিত হলো: