Policy Brief on Climate Finance and Governance in Project Implementation: The case of Bangladesh Water Development Board (Bangla)

Published: 30 August 2017

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ১৯৭২ সাল থেকেই রাষ্ট্রের পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করে আসছে। পানি সম্পদ সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি পাউবো বাংলাদেশে জলবায়ু প্রকল্প বাস্তবায়নেও অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। জাতীয় বাজেটের বরাদ্দ নির্ভর বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ) এর অর্থায়নে পাউবো ২০০৯-১০ অর্থবর্ষ থেকে জুলাই ২০১৭ পর্যন্ত সর্বমোট ১৪১ টি প্রকল্প বাস্তবায়ন করছে। পাউবো-এর বাস্তবায়িত এই জলবায়ু প্রকল্পগুলোতে অর্থায়নের পরিমাণ প্রায় ১১৩২ কোটি টাকা যা বিসিসিটিএফ-এর জুলাই ২০১৭ পর্যন্ত বরাদ্দকৃত মোট অর্থায়নের প্রায় ৪০%।
পলিসি ব্রিফ এখানে