প্রকাশকাল: ০৬ এপ্রিল ২০১৭
গত ২২ জানুয়ারি, ২০১৭ টিআইবি ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মধ্যে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিজ্ঞানসম্মত পদ্ধতির যথাযথ অনুশীলন, বিশেষত প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রমের ক্ষেত্রে উল্লিখিত গবেষণা প্রতিবেদনের আলোকে বিদ্যমান আইনি ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জসমূহ আলোচনার পাশাপাশি নবগঠিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব ও অর্পিত কার্যাবলী সম্পাদনে চ্যালেঞ্জসমূহ আলোচিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রশাসনিক ও তদারকি ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য টিআইবি কর্তৃক এই পলিসি ব্রিফটি উপস্থাপন করা হচ্ছে।