কপ-২১ প্যারিস সম্মেলন উপলক্ষে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে টিআইবি’র দাবি

প্রকাশকাল: ০২ সেপ্টেম্বর ২০১৫

প্রত্যাশা ছিল কপ-২০ লিমা সম্মেলনে শিল্পোন্নত দেশসমূহ কার্বন নিঃসরণের মাত্রা হ্রাসে আইনী বাধ্যবাধকতায় চুক্তির খসড়া প্রকাশ করবে কিন্তু বাস্তবে তা হয়নি, উল্টো শিল্পোন্নত দেশসমূহ অবশ্য করণীয় নিঃসরণ হ্রাসকে প্রভাব খাটিয়ে স্বেচ্ছাধীন রাখার জন্য লিমায় গৃহীত সমঝোতা স্মারকের ৮নং ধারা যুক্ত করে প্রতিটি দেশের স্বেচ্ছায় নির্ধারণের ওপর ছেড়ে দিতে চুক্তির ভাষা পরিবর্তন করে দায়কে অনুকম্পার বিষয়ে পরিণত করেছে। এ প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃত ক্ষতির মাত্রা আরো বেশি হতে পারে যদি কপ-২১ প্যারিস সম্মেলনে প্রস্তাবিত আইনী বাধ্যতার মধ্যে সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতিশ্রুতি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব না হয়।
পলিসি ব্রিফ এখানে