Policy Brief on National Integrity System Assessment Bangladesh Election Commission (Bangla)
Published:
28 November 2013
গত পাঁচ বছরে নির্বাচন কমিশনের উদ্যোগে নির্বাচনী ব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এসব সংস্কারের মধ্যে বিভিন্ন আইনি সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতায়ন, নির্বাচন কমিশন সচিবালয়কে নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসা, নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধনের শর্ত হিসেবে দলের আর্থিক তথ্য প্রদান বাধ্যতামূলক করা, এবং নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রমাণ পাওয়া যায় সর্বোচ্চ সংখ্যক নির্বাচন গ্রহণযোগ্যভাবে আয়োজন, নির্বাচন অনুষ্ঠানে নিজস্ব ও দক্ষ জনবল ব্যবহার ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে। এসব অগ্রগতির ফলে দেশের নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন ঘটেছে, যার নিদর্শন পাওয়া যায় প্রধান রাজনৈতিক দল ও প্রার্থীদের সাধারণভাবে আচরণ বিধি মেনে চলা এবং নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার মাধ্যমে।