প্রকাশকাল: ২৮ সেপ্টেম্বর ২০১৪
জাতীয় পর্যায়ে তহবিল বরাদ্দ ও ব্যবস্থাপনায় আন্তঃ প্রাতিষ্ঠানিক সমন্বয় , প্রকল্প অনুমোদন ও যাচাই, তহবিল বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়নে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় অগ্রগতি ও চ্যালেঞ্জ চিহ্নিত করতে জাতীয় পর্যায়ে বিসিসিটিএফ, বিসিসিআরএফ সহ সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) এবং বিভিন্ন আন্তর্জাতিক তহবিল হতে জলবায়ু অর্থায়নে অগ্রগতি এবং তহবিল প্রাপ্তিতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা পর্যালোচনা করা হয়েছে এ গবেষণাটিতে। পাশাপাশি, বৈশ্বিক বিভিন্ন পর্যায়ের বর্ণিত জলবায়ু অর্থায়নের নীতিসমূহ (যেমন, স্বচ্ছতা, জবাবদিহিতা, তহবিলের পর্যাপ্ততা; তহবিল গ্রহীতা দেশের জাতীয় মালিকানা বোধ, সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা, তদারকিতে ক্ষতিগ্রস্ত নাগরিকদের অংশগ্রহণ ও বাস্তবায়িত প্রকল্পের দৃশ্যমান ফলাফল) বিবেচনা করা হয়। সার্বিকভাবে জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহারে সম্ভাবনা নিশ্চিতে সুপারিশ প্রস্তাব করা হয়েছে এ গবেষণা পত্রটিতে।